উদাহরন সহ বুঝিয়ে বলি- এই প্রবাসী ভাই তার ই-পাসপোর্টের আবেদন করেছিল মালশিয়ার ই- পাসপোর্ট সেবাকেন্দ্র Expat Services Kuala Lumpur থেকে ১৯ মে ২০২৫ তারিখে, ডেলিভারি এর তারিখ ১৮ জুন ২০২৫
আজ ৮ জুন ২০২৫ তারিখ, তার E-Passport অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে Passport Shipped – যার অর্থ হচ্ছে তার পাসপোর্ট রেডি হয়ে ঢাকা থেকে মালয়েশিয়ার Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia এর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাহলে আমরা যেটা বুঝতে পারলাম ডকুমেন্টে যদি সমস্যা না থাকে, তাহলে ESKL আবেদন জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করার পর আনুমানিক ২০ দিনের মধ্যে ঢাকা থেকে পাসপোর্ট তৈরি হয়ে মালয়েশিয়া বা অন্যান্য হাইকমিশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
এর পরের ধাপ হচ্ছে বাংলাদেশ হাইকমিশন এই পাসপোর্ট গ্রহণ করে প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিবে।
এখানে উল্লেখ্য যে ESKL এর কাজ হচ্ছে পাসপোর্টের আবেদন সফলভাবে করে দেওয়া। এরপরের যে কাজগুলো, এর পুরোটাই বাংলাদেশ হাইকমিশন থেকে করা হয়।
এখন সকল প্রবাসী ভাইদের কাছে প্রশ্ন, আবেদন করার কতদিন পরে আপনি আপনার ই- পাসপোর্ট হাতে পেয়েছেন?
কমেন্টে জানাবেন 👍
*** সবার ব্যক্তিগত আইডি গুরুত্বপূর্ণ, সেগুলো সব সময় নিরাপদে রাখার চেষ্টা করবেন। তাই এই ভাইয়ের সব নাম্বার এবং ছবি মুছে দেওয়া হয়েছে।